বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

জেলার বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ আলী (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ বাসযাত্রী আহত হয়েছেন।

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারী ব্রিজ এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার অলক দেবের ছেলে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন মিয়া জানান, ভোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় এবং ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে বাসযাত্রী মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আরও ১০ বাস যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তানভীর চৌধুরী নামে এক জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img