গোলাম সরওয়ার : সাগরে ভাসছে এখনো মৃত্যুর মুখোমুকি হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অভিবাসীদের বহনকারী নৌকা তাদের উপকুলে ভিড়তে দিচ্ছে না। বাংলাদেশ ও মিয়ানমার থেকে যাওয়া ওই লোকদের কান্না মন গলাতে পারেনি ভিন দেশের নেতা বা প্রশাসনের। অমানবিক আচরনের ভয়াবহ উদাহরন সৃষ্টি করে চলেছেন তারা। ইতিমধ্যে ৩০০ অভিবাসী বহন করা একটি নৌকা কয়েক দফা ঠেলে দেওয়া হয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়া সমুদ্রসীমা থেকে। না খেয়ে ক্ষুধার্থ এসব লোক বহনকারী নৌকা কোথায় আছে তা কেউ বলতে পারেনা। অভিবাসী সংকট তীব্র হয়ে উঠায় আন্তর্জাতিক চাপের মুখে মালয়েশিয়া এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ নিলেও সংকট সমাধানে খুব একটা আশার আলো দেখছে না বিশেষজ্ঞরা। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া তাদের বন্দরগুলো নৌকায় থাকা অভিবাসীদের জন্য খুলে দিচ্ছে না। উল্টো এই তিন দেশ উপকুল থেকে উদ্ধার করা এবং সাঁতরে তীরে আসা প্রায় ৩০০০ অভিবাসীকে নিজেদের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে। এসব বিষয় নিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামী সপ্তাহে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেনারেলদের সঙ্গে বৈঠক করবেন।