লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর রায়পুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন রাজন নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার উত্তর কেরোয়া গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজন ওই গ্রামের সৈয়দ আহমদের ছেলে।

রায়পুর থানার ওসি লোকমান হোসেন জানান, রোববার রাত ১০টার দিকে ডাকাত সর্দার রাজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিয়ে উত্তর কেরোয়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে রাজনের সহযোগী ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় রাজন গুলিবিদ্ধ হলে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ডাকাত রাজনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ৮/১০টি মামলা আছে বলেন জানান ওসি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img