শুটকি পল্লীর আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার আসাদগঞ্জ বাজার এলাকায় শুটকি পল্লীর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ১৫ টির বেশি বস্তিঘর, শুটকির গুদাম, লবণ কারখানা, ও সাবান ফ্যাক্টরি পুড়ে গেছে।

ফায়াস সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরুপণ করা যায়নি। এর তদন্তের কাজ চলছে।

রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ছে উল্লেখ করে তিনি বলেন, অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বেশ কয়েকটি শুটকি গুদাম, বস্তি ঘর, লবণ কারখানা ও সাবানের গুদাম পুড়ে যায়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

এর আগে সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img