বড় প্রকল্পে রিজার্ভের টাকা ব্যবহারে মন্ত্রিসভার সিদ্ধান্ত

0

সিটিনিউজ ডেস্ক:: শিগগিরই বড় বড় বিনিয়োগ প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা ব্যবহার শুরু করতে যাচ্ছে সরকার। এ সংক্রন্ত বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল ফান্ড গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ তহবিলের আকার হবে ১০ বিলিয়ন ডলারের। তবে প্রাথমিকভাবে ২ বিলিয়ন দিয়ে এটা শুরু হবে। প্রতি বছর ২ বিলিয়ন করে পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলারের তহবিল হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.