সিটিনিউজ ডেস্ক:: ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৯৯০ জনকে এবার মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন মঙ্গলবার এ তথ্য জানান।
টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৬ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে লিখিত পরীক্ষার ফল জানা যাবে।