সিটিনিউজবিডি ডেস্ক : শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তণ দিবস আজ ১৭ মে। এই দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার বিকাল ৪টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এক আলোচনা সভা দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম নগর’র বিশাল সমাবেশ –
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বৃহত্তর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ ১৭ মে বুধবার দুপুর ২ টায় চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে পটিয়া শান্তিরহাটে সাধারন সুন্নী জনতা ও ইসলামী ফ্রন্ট-ছাত্রসেনা নেতা কর্মীদের উপর কওমি সন্ত্রাসী গোষ্ঠী হামলা ও প্রশাসনের হয়রানী এবং গ্রেফতারকৃত সেনাকর্মীদের মুক্তি-মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।