বোয়ালখালীতে এক তরুণীর আত্মহত্যা

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে শিরিন আক্তার রেখা (২৩) নামের এক তরুণী গলায় কালো রঙের ওড়না পেঁচিয়ে ঘরে সিলিংয়ের বাঁশের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বোয়ালখালী পৌরসভার ৩নং ওর্য়াডের দলিলের বাপের বাড়ীর ছালে আহমদের ঘরে এ ঘটনা ঘটে। শারমিন আক্তার রেখা ছালে আহমদের বড় মেয়ে। তবে শারমিন কি কারণে আত্মহত্যা করতে পারে তা জানা যায়নি।

তাঁর ছোট ভাই মহিউদ্দিন জানান, শারমিন নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় ছালে আহমদেও সাথে ভাড়া বাসায় থাকতো। গত পূজোর ছুটিতে সে বাড়ি আসে। মঙ্গলবার সন্ধ্যায় তার মা ও পাশবর্তী এক চাচীকে নিয়ে নগরীতে চিকিৎসকের কাছে গিয়েছিলো। ঘরে কেউ ছিলো না।

সন্ধ্যার পর মহিউদ্দিন বাড়ি ফিরে দীর্ঘক্ষণ দরজা না খোলায় পাশের টিনের দেয়াল ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় শারমিনের লাশ দেখতে পান। শারমিনের মা জানায়, মাগরিবে আজানের পর শারমিনকে নাস্তা করিয়ে ঘর থেকে বেরিয়ে ছিলেন। শারমিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৪থ বর্ষে ছাত্রী ছিলো বলে জানান তিনি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ বলেন, ময়না তদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

স্থানীয়রা জানায়, শারমিনের বাবা ছালে আহমদ নগরীর কোতোয়ালী মোড় এলাকায় ফল বিক্রি করে সংসার চালান। তবে শারমিন মেধাবী হওয়ায় মেয়েকে নগরে রেখে পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন। প্রতি সপ্তাহে সে একবার বাড়ি আসতো। সে অত্যন্ত ভালো মেয়ে ছিলো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img