৭’মার্চের ভাষণ বিশ্বের সম্পদ!

0

সিটিনিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার বিষয়ে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘৭ মার্চের ভাষণ এখন বিশ্বের সম্পদ। এটি নিয়ে এখন দুনিয়াব্যাপী গবেষণা হবে। তরুণ সমাজের জ্ঞান অন্বেষণে এটি স্থান পাবে। কারণ এটি পৃথিবীর মানুষের তথ্যভিত্তিক ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে।’

শুক্রবার (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু এনিভিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেয়া উপলক্ষে ১৮ নভেম্বর নাগরিক সমাবেশে যোগদানের লক্ষ্যে সংগঠনটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ওমর ফারুক বলেন, ‘অনেক নেতাই ভাষণ দিতে পারেন, কিন্তু তা প্রয়োগ ও বাস্তবায়নের নজির বিরল। ৭ মার্চের ভাষণটি অলিখিত, সম্পূর্ণ এক্সটেম্পোর একটি ভাষণ। এটি পৃথিবীর প্রত্যাশিত ভাষণ।’

জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘৭ মার্চকে মিলিটারি জিয়া ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক বানিয়েছিলেন। পরে শেখ হাসিনা সেখানে স্বাধীনতা স্তম্ভ ও জাদুঘর নির্মাণের পদক্ষেপ নেন। ২০০১ এ বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে এর কাজ বন্ধ করে দেন।

আবার মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এ কে খন্দকার কেতাব রচনা করে বলেছেন, বঙ্গবন্ধু নাকি ৭ মার্চের ভাষণ শেষ করেছিলেন জয় পাকিস্তান বলে। সবাই শুনলেন বক্তৃতা শেষ করেছিলেন ‘জয় বংলা’ বলেই। আর তিনি শুনলেন জয় পাকিস্তান। কতবড় মতলববাজ! তিনি জিয়াউর রহমানের পথ ধরেছেন সত্য, তবে জিয়াউর রহমানের মতো কৌশলী হতে পারেননি। বোকার মতো, বিচারপতি সিনহার মতো সত্য বিকৃত করে ধরা খেলেন।’

এ সময় আরো বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.