KSRM এর সঙ্গে সিসিইসিসি-ম্যাক্স জেবি সমঝোতা চুক্তি

0

নিজস্ব প্রতিবেদকঃঃ  শীর্ষ স্থানীয় রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম লিমিটেডের সঙ্গে সিসিইসিসি-ম্যাক্স জেবির সমঝোতা চুক্তি হয়েছে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি এ সমঝোতা চুক্তি হয় কক্সবাজার সিসিইসিসি এর নিজস্ব কার্যালয়ে।

চুক্তির আওতায় দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পে ঠিকাদারী প্রতিষ্ঠান সিসিইসিসি-ম্যাক্স জেবি কেএসআরএম লিমিটেডের আন্তর্জাতিক মানসম্পন্ন রড ব্যবহার করবে। নির্মাণকারী প্রতিষ্ঠানের চাহিদার পরিপ্রেক্ষিতে কেএসআরএম লিমিটেড পর্যাপ্ত রড সরবরাহ করবে। প্রকল্পের আওতায় ১০২ কিলোমিটার দীর্ঘ রেললাইনের ১৮৪টি ছোট বড় সেতু নির্মাণে এসব রড ব্যবহার করা হবে।

এ উপলক্ষে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে কেএসআরএম লিমিটেড বিক্রয় ও বিপনন বিভাগের ডিজিএম শফিকুল আলম পলাশ এবং সিসিইসিসি-ম্যাক্স জেবির ম্যানেজার এক্সিও জোং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিইসিসি-ম্যাক্স জেবির বিজনেস ম্যানেজার ঝাওক্সিউ, ম্যাটেরিয়াল ম্যানেজার হিইউলিন ও কেএসআরএম লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) হাবিব উল্লাহ রাজু।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.