আইপিএল বাজিমাত করেছে দিল্লি ডেয়ারডেভিলস

0

খেলাধুলা : আইপিএল নিলামে বাজিমাত করেছে দিল্লি ডেয়ারডেভিলস। ব্যাঙ্গালুরুতে নিলাম শুরু হওয়ার প্রথম থেকেই বিদেশি কেনার বিষয়ে সবার আগে উঠে পড়ে লাগে দিল্লি ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা। শুরুতেই দিল্লি কিনে নেয় শ্রীলংকান অধিনায়ক এবং অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। ২ কোটি রুপি দিয়ে।

সর্বোচ্চ ৯ জন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে আইপিএলের প্রতিটি ফ্রাঞ্চাইজি। এই ৯জন বিদেশিকে কেনার জন্য মাত্র ৯০ মিনিট সময় নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। এই ৯০ মিনিটেই যা বাজিমাত করার সব করে ফেলেছে তারা। ভাব দেখে মনে হচ্ছে, এবার আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে দিল্লির দলটি।

অ্যাঞ্চেলো ম্যাথিউজের পর ১ কোটি রুপি দিয়ে তারা কিনেছে অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে। দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে কিনেছে ৫ কোটি রুপি দিয়ে। এরপর অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে কিনেছে ৪.৫ কোটি রুপি দিয়ে।
স্যাম বিলিংস, কুইন্টন ডি কক, ক্রিস মরিস, জেপি ডুমিনি এবং কার্লোস ব্যাথওয়েটকে আগে থেকেই দলে রেখে দিয়েছিল দিল্লি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.