উখিয়ায় ৫ বিদেশীসহ ২৬জন আটক

0

শহিদুলইসলাম,উখিয়া :: কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী  শিবিরে গভীর রাতে ঘুরাঘুরির সময় পাঁচ জন বিদেশী নাগরিক সহ ২৬জনকে অাটক করেছে জেলা প্রশাসন।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পযন্ত  এ অভিযান চালানো হয়। অাটককৃতদের মধ্যে  ১০জন কে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বাকী ১১জনকে উখিয়া থানায় ব্যাপক  জিষ্কাসাবাদ করা হচ্ছে বলে উখিয়া থানার ওসি অাবুল খায়ের জানিয়েছেন

অাটককৃতরা হল,উখিয়ার বালুখালী এলাকার অাবদুল  করিমের ছেলে জাহাংগীর  অালম(একমাসের বিনাশ্রম কারাদন্ড),কুতুপালং শরনার্থী ক্যাম্পের ডি৪ বাসিন্দা মোহাম্মদ কালুর ছেলে হাকিম অালী(৬মাসের বিনাশ্রম কারাদন্ড),মো :অালীর ছেলে রশিদ উল্লাহ(৬মাসের বিনাশ্রম কারাদন্ড),অাশরাফ  অালীর ছেলে শওকত অালী(৬মাসের বিনাশ্রম কারাদন্ড),অাবদুল গনির ছেলের শামসুল অালম(২মাসের বিনাশ্রম কারাদন্ড),কালামিয়ার ছেলে হাশিম (১মাসের বিনাশ্রম কারাদন্ড),মো:সেলিমের ছেলে ছৈয়দ নুর(২০দিনের বিনাশ্রম কারাদন্ড),টেকনাফের মেীলভী বাজার এলাকার রুস্তম অালীর ছেলে লিয়াকত অালী(৭দিন বিনাশ্রম কারাদন্ড), অাবু তাহেরের ছেলে জুনায়েদ(৭দিন বিনা শ্রম কারাদন্ড) রশিদ অাহম্মদের ছেলে  ইব্রাহীম (৭দিন বিনা শ্রম কারাদন্ড)।

অন্যান্যরা হলেন,ভুলুমিয়া,অাবদুল  অামিন, হাসান অালী,অামিন,নাজির অালম,নুর মোহাম্মদ, ইউসুফ অালী, মোহাম্মদ  অাবদুল্লাহ, মনির হোসেন,শুক্কুর অালী,অাল অামিন। বিদেশী পাঁচজনের নাম পাওয়া যায়নি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  (এডিম)খালেদ মাহামুদ সত্যতা স্বীকার করেন। উখিয়া সাকের্ল চাই লাউ  মারমা বলেন বিদেশীদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। উখিয়া উপজেলা নিবার্হী অফিসার মো:নিকারুজ্জামান বলেন অাটককৃত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.