কোরক বিদ্যাপীঠে পিইসি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ

0

চকরিয়া প্রতিনিধি : চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে ২০১৭সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) পরীক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র বিতরণ ও ব্যাপক আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচণা সভা ও দোয়া মাহফিল আয়েজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল আখের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ জাফর আলম।

বিদ্যালয়ের প্রাথমিক শাখার সিনিয়র শিক্ষক রিদুয়ানুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ নুরল কবির, প্রতিষ্ঠাতা সদস্য কমরেড নুরুল আবছার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল কাদের, সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল কাদের, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, পরিচালনা কমিটির সাবেক সদস্য আলহাজ হায়দার আলী, পরিচালনা কমিটির সাবেক সদস্য সভাপতি হাসানগীর হোছাইন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির নির্বাচনে প্রাথমিক শাখার অভিভাবক প্রার্থী এসএম আলমগীর হোছাইন, শওকত হোসেন ও সাইফুল কাদের সোহেল। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক প্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরআগে এদিন সকালে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.