চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকত মাদকসেবীদের দখলে

0

জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রাম মহনগরীর পতেঙ্গাতে এখন চলছে ইয়াবা ব্যবাসা। মদ ও বিয়ারের পাশাপাশি এখন পতেঙ্গা সমুদ্র সৈকতে অহরহ বিক্রি হচ্ছে এখন ইয়াবা। পর্যটকদের এজন্য পড়তে হচ্ছে বিরম্বনায়। ছোট ছোট ট্যং দোকানে বিকাল থেকে বিক্রি হয় কাঁকড়া ভাঁজা, পেয়াঁজু। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, আফিম সহ মাদকের নিরাপদ ঠিকানা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। স্থানীয় পুলিশের দিনে চুক্তিতে এই অপকর্ম চলছে অবাধে। বখাটে, মাস্তান ও মাদকসক্তদের ভীড়ে সন্ধ্যার পর সমুদ্র সৈকতের পরিবেশ নোংরা ও যন্ত্রনাদায়ক হয়ে উঠে। বিত্তবানদের বখে খাওয়া পুত্রদের দামী গাড়ি নিয়ে উচ্চস্বরে টেপরেকোর্ড়ার বাজানো,কলগার্লদের নিয়ে মদের আসর বসানো এখন নিত্য দিনের ঘটনা। পুলিশের নাকে ডগায় চলাছে এসব অপকর্ম। পুলিশ নির্বিকার থাকায় অসমাজিক কর্মকান্ড চলচে অবাধে। যার কারণে পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা ব্যাহত হচ্ছে। নিরাপত্তার অভাবে পর্যটকদের বেড়ানো পরিবার পরিজন নিয়ে হুমকির সম্মুকিন হয়েছে। সন্ধ্যার পরেই পতেঙ্গা সমুদ্র সৈকতের এয়ারপোর্ট থেকে নেভাল গেইট পর্যন্ত বখাটদের দখলে চলে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.