চট্টগ্রামে সাঁজোয়া যানের চাপায় নিহত ২,আহত-৮

0

সিটিনিউজ ডেস্ক :: চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর সাঁজোয়া যানের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনটি অটোরিকশার আট যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকালে হাটহাজারী পৌরসভার মুন্সীর মসজিদ এলাকার নাজিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীদের মধ্যে রোকেয়া বেগম (৪০) নামের এক নারীর নাম জানা গেছে।

আহত চারজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন আবদুস সবুর, আশরাফ শিকদার, মো. জাহের ও ফিরোজ আহমেদ। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সেনাবাহিনীর প্রশিক্ষণের সরঞ্জাম বহনকারী সাঁজোয়া যানটি সিএনজিচালিত তিনটি অটোরিকশা ও একটি পিকআপভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক অটোরিকশার দুই যাত্রী নিহত হন। 

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সাঁজোয়া যানটি প্রথমে একটি পিকআপভ্যানকে ধাক্কা দেয়। পরে তিনটি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুটি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। অপরটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন।

এসআই আরো জানান, দুর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.