চট্টগ্রাম কারাগারে মেয়র নাছিরের ফ্যান ও টেলিভিশন প্রদান

0

নিজস্ব প্রতিনিধি :   চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর নিজস্ব অর্থায়নে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের জন্য ১২০ টি ফ্যান ও ৭ টি এলইডি টেলিভিশন এবং আবর্জনা অপসারণের জন্য ১৫টি হুইল ভেরু ১৫ নভেম্বর বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করেন। ফ্যান ও টেলিভিশন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেল সুপার ইকবাল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. জিল্লুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, জেলার মো. মুজিবুর রহমান, কারা পরিদর্শক সিরাজ উদদৌলা চৌধুরী, আলী আব্বাস, হাসান মুরাদ বিপ্লব, মো. কামরুল হাবিব, জাবেদ জাহাঙ্গীর টুটুল, জেসমিন পারভিন জেসি, জিন্নাত সোহানা চৌধুরী, এড. পাপড়ী সুলতানা সহ কারা পরিদর্শক ও জেলখানার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সাজাপ্রাপ্ত কয়েদি ও কারারক্ষিরা উপস্থিত ছিলেন।

মেয়র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশফুদুল কবির ও জেলার মো. মুজিবুর রহমান এর নিকট বৈদ্যুতিক ফ্যান ও এলইডি টেলিভিশন তুলে দেন। এ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, কয়েদিদের প্রয়োজনে আরও বৈদ্যুতিক পাখা ও টিভি দেয়া হবে। একসময় জেল খানায় কয়েদিদের জন্য দুঃসহ যন্ত্রনার জায়গা ছিল।

বর্তমান সরকার জেলখানাকে আধুনিকায়ন বাসসোপযুগি, পরিবেশ বান্ধব, নান্দনিক সাজে সাজিয়েছে। কয়েদিদের থাকা খাওয়া এবং স্বজনদের সাথে নিয়মিত সাক্ষাতের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সরকার মানবিক বিবেচনায় কয়েদিদের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সাজা শেষে সকলকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। হয়ত পরিবেশ পরিস্থিতি এবং নানামুখি জটিলতা ও ষড়যন্ত্রের কারনে জেলখানায় আসতে হয়। জেলখানা অপরাধীদের পরিশুদ্ধ হওয়ার ঠিকানা।

এখানে মৌলিক অধিকার শতভাগ নিশ্চিত না হলেও জীবন ধারনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে। মেয়র কারামুক্তির পর বাকি জীবনে আর যেন কারাগারে আসতে না হয় সে বিষয়টি মাথায় রেখে মা বাবা ও পরিবার পরিজনের সুখ শান্তি বিবেচনায় জীবন অতিবাহিত করার আহবান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, চট্টগ্রামের মেয়র একজন উদার মনের মানুষ। তিনি কয়েদিদের জন্য নিজ তহবিল থেকে বৈদ্যুতিক পাখা ও এলইডি টেলিভিশন দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। যা বিরল ঘটনা। তিনি এ কারাগারের সুযোগ সুবিধা সমুহ তুলে ধরে বলেন, কারাগার হলো আত্মশুদ্ধির জায়গা। এখানথেকে শিক্ষা নিয়ে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। অন্যথায় জেলখানার জীবন বৃথা প্রমাণিত হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.