চট্টগ্রাম শেভরনে ডাক্তারের ভুল চিকিৎসা

0

সিটিনিউজবিডি : সোমবার সকালে চট্টগ্রাম শেভরন আই হসপিটালে৮৫ বছরের এক বৃদ্ধার বাম চোখের স্থলে ডান চোখে ইনজেকশন পুশ করেছেন ডা. দেলোয়ার হোসেন।
ভুক্তভোগী হোসনে আরা বেগমের ছেলে ওমর ফারুক চৌধুরী সবুজ বলেন, ‘সম্প্রতি আমার মায়ের চোখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এরপর শেভরন আই হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা একসপ্তাহ পর পর একটি করে ইনজেকশন পুশ করার পরামর্শ দেন। একবার ডান চোখে পুশ করলে অন্যবার বাম চোখে পুশ করার কথা বলা হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘গত সপ্তাহে ডান চোখে ইনজেশকন দেয়া হয়েছিল। সে হিসেবে এবার বাম চোখে ইনজেকশন দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ডান চোখে। এনিয়ে পরপর ডান চোখে দুইবার ইনজেকশন দেয়ায় ব্যথায় মা কাতরাচ্ছে।’ ভুল ইনজেকশন প্রয়োগের ফলে ওই বৃদ্ধার চোখে অসহ্য যন্ত্রণা হলেও এখন শুধুই ‘সরি’ বলে দায় সেরেছেন সেই চক্ষু চিকিৎসক দেলোয়ার হোসেন।
অভিযোগ প্রসঙ্গে শেভরন আই হসপিটালের চক্ষু চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘বাম চোখের জায়গায় ভুলে ডান চোখে ইনজেকশন দেয়া হয়েছে। এটা মেজর কোন সমস্যা নয়। তাদের টাকা ফেরত দেয়া হয়েছে। আগামীকাল সকালে আসলে বাম চোখে ইনজেকশন দিয়ে দেব।’

এরআগেও একাধিকবার ভুল চিকিৎসকার কারণে রোগীর স্বজনদের বিক্ষোভের মুখে পড়ে হামলার শিকার হয়েছিল বেসরকারি এই হাসপাতালটি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.