চন্দনাইশে বইমেলায় নেই বই, নেই দর্শক

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চন্দনাইশে দ্বিতীয় বারের মত প্রিন্সিপাল আবুল কাসেম ট্রাস্টের উদ্যোগে বইমেলা চন্দনাইশ সদরস্থ শাহ আমিন নগর পার্কে গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। রোববার(২০ ফেব্রুয়ারি) ৪র্থ দিনের বইমেলায় নেই বই, নেই ক্রেতা, নেই দর্শক। এভাবে অতিবাহিত হয়েছে ৪র্থ দিন। প্রতিদিনই বইমেলার আলোচনার সভার সম্মুখে দেড় শতাধিক চেয়ার থাকলেও ১০ থেকে ১৫ জনের অধিক দর্শক চোখে পড়ে না।

তাছাড়া ১০টির অধিক বইয়ের স্টল করলেও মাত্র ২টি বইয়ের স্টল সাজানো হয়েছে। তবে তারা জানালেন, সেখানে তেমন কোন ক্রেতা নেই। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসা শিল্পী ও তাদের পরিবারের সদস্যদের ছাড়া দর্শক গ্যালারিতে তেমন কোন লোক চোখে পড়ে না। প্রতিদিনই বিভিন্ন প্রজ্ঞাবান ব্যক্তিদের মঞ্চে আলোচনায় আনা হলেও দর্শক শূন্য থাকার কারণে তারা খুব একটা বক্তব্য না দিয়ে সৌজন্যতাবোধের কারণে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ-আসর ও মাগরিবের নামাজের সময়ও তাদের মাইকে অনুষ্ঠান চলতে শোনা যায়। তবে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিগান, পুথিপাঠে দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মত। আয়োজকদের মধ্যে প্রিন্সিপাল আবুল কাসেম ট্রাস্টের সাধারণ সম্পাদক মাহমুদ বিন কাসেম ও অপর একজনকে নিয়ে পুরো অনুষ্ঠান চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ফলে যাই ঘটার তাই ঘটেছে। দর্শক, পাঠক, ক্রেতাবিহীন বইমেলা যেন নিরুত্তাপ একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.