জাকির নায়েকের বক্তৃতায় মুগ্ধ এক শিক্ষার্থীর ইসলাম গ্রহণ

0

আন্তর্জাতিক ডেস্ক:: মালয়েশিয়ায় এক পিএইচডি শিক্ষার্থী জাকির নায়েকের বক্তৃতা শুনেই ইসলাম গ্রহণ করেছেন। ভারতীয় ওই শিক্ষার্থী হিন্দু ধর্মের অনুসারী ছিলেন।

ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসে (ইউনিম্যাপ) জাকির নায়েক বক্তৃতা দিচ্ছিলেন। সে সময় জাকির নায়েকের বক্তৃতায় সন্তুষ্ট হয়ে নিজের ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন আর এ শিভালিলা নামের এক শিক্ষার্থী।

গণমাধ্যমের কাছে ওই শিক্ষার্থী জানিয়েছেন, তিনি ইসলামি বই পড়ে এবং বিভিন্ন ভিডিও দেখে ইসলাম ধর্মের ওপর গবেষণা করছেন।

তিনি বলেন, ‘আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জাকির নায়েক যা বলেছেন তাতে আমি সত্যিই অভিভূত এবং সন্তুষ্ট। আমাকে মুসলিম হওয়ার জন্য কেউ বাধ্য করেনি। আমি নিজের ইচ্ছাতেই মুসলমান হয়েছি।’

শুক্রবার জাকির নায়েকের ওই অনুষ্ঠানে প্রায় ১ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাই এই ঘটনার স্বাক্ষী হয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.