জোটের রাজনীতিতে ভোটের লড়াই

0

গোলাম সরওয়ার,সিটিনিউজ : ভোটের রাজনীতিতে চলছে জোটের তোড়জোড়।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে জোট-মহাজোট গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নীরব প্রতিযোগীতা।

নিজেদের জোটের বাইরের দলগুলোকে নিজেদের কব্জায় রাখার পুরনো কৌশলেই হাঁটছে তারা।

জোট শরীকদের ধরে রাখার পাশাপাশি আওয়ামীলীগ, বিএনপি, এমনকি জাতীয় পার্টিও কে কাকে কাছে টানতে পারে সে লড়াইয়ে নেমেছে।

পাশাপাশি তৃতীয় শক্তি গঠনে মাঠে নেমেছে বামধারার অন্যান্য দলগুলোও।

ভোটের বাজারে গুরুত্বহীণ এসব অধিকাংশ দলের একদিকে যেমন সাংগঠনিক শক্তি নেই তেমনি জনসমর্থনও নেই।

প্রধান ২টি রাজনৈতিক ধারার কোন একটির সাথে গাঁটছড়া বাঁধাই এদের মূল টার্গেট।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.