ঠোঁটের কালচে ভাব দূর করার টিপস

0

লাইফস্টাইল : শীতে যেমন ত্বকের যত্ন প্রয়োজন, তেমনই যত্ন প্রয়োজন ঠোঁটের। অবহেলা করলে ঠোঁটে দেখা দিতে পারে কালচে ভাব। সেইসঙ্গে রুক্ষ মনে হতে পারে ঠোঁট। ছেলে হোক কিংবা মেয়ে, ঠোঁট কালো হয়ে গেলে একেবারেই ভালো দেখায় না। আপনার ঠোঁটও কি কালো? বা কালো হতে শুরু করেছে? ঘরোয়া পদ্ধতিতে তা দূর করতে পারবেন।

লেবুর রস: প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে পরিচিত লেবু। তাই ঠোঁটের কালচেভাব দূর করতেও লেবু দারুণ কার্যকর। এক টুকরা লেবু নিয়ে ঠোঁটে ঘষে নিলেই উপকার পাওয়া যাবে। প্রতিরাতে ঘুমানোর আগে লেবুর রস মেখে ঘুমালে উপকার পাওয়া যাবে। বাহ্যিক কারণে ঠোঁটের রং কালচে হয়ে গেলে তা ঠিক করতে মধু বেশ কার্যকর। রাতে ঘুমানোর আগে ঠোঁটে মধু মেখে ঘুমাতে যেতে পারেন। এতে সারারাত ঠোঁটের নমনীয়তা বজায় থাকবে।

লেবু ও চিনির স্ক্রাব: এক চামচ লেবুর রস, সামান্য নারিকেল তেল ও দুই চামচ চিনি ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এবার এই স্ক্রাব ঠোঁটে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। নরম এবং ছোট একটি টুথব্রাশ দিয়েও ঘষে নেয়া যেতে পারে। কুসুম গরম পানি দিয়ে নিন।

অলিভ তেল: অলিভ তেলে রয়েছে ভিটামিনসহ নানারকম খনিজ উপাদান। প্রতিদিন ঘুমানোর সময় ঠোঁটে অলিভ অয়েল লাগিয়ে ঘুমালে ঠোঁট কোমল থাকে। কালচে ভাব দূর হয়ে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.