নির্ধারিত স্থান ব্যতিত পশু জবাই করা যাবে না:মেয়র

0

নিজস্ব প্রতিবেদক::আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্ধারিত পশু জবাইখানা এবং ওয়ার্ড কর্তৃক নির্ধারিত স্থান ব্যতিত অন্য কোথাও পশু জবাই করা যাবে না বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

রোববার(১৩ আগস্ট) দুপুরে কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে পশু বর্জ্য অপসারন সংক্রান্ত এক পরিকল্পনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান ছিদ্দিকী। সভায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী ও শেখ হাসান রাজা পশুর বর্জ্য অপসারন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের তত্বাবধায়ক,সুপারভাইজার ও দলপতিগণ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র ঈদ উল আযহার দিন সন্ধ্যা ৫ টার মধ্যে পশু বর্জ্য অপসারন কার্যক্রম শেষ করার জন্য মেয়র সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ কাজে প্রয়োজনীয় লোকবল, সরঞ্জামাদি ও পরিবহনের ব্যবস্থা করা হবে বলে মেয়র জানান। তিনি বলেন । তিনি এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.