পরিচ্ছন্ন নগরী গড়তে ঝুঁকি নিতে প্রস্তুত আছি: মেয়র

0

নিজস্ব প্রতিবেদক::পরিচ্ছন্ন নগরীর স্বার্থে যে কোন ঝুঁকি মাথায় নিয়ে নগরীকে পরিচ্ছন্ন রাখা হবে বলে জানিয়েছেন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত কর্পোরেশনের নির্বাচিত ৫ম পরিষদের ১৯ তম সাধারণ সভায় মেয়র এ কথা জানান।

মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।এর মধ্যে রয়েছে- ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন,নগরীকে মাদক মুক্ত মাদক বিরোধী অভিযান জোরদার,চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০১৭ পরিচালনার বিষয়ে যাবতীয় নিয়ম কানুন বিধি বিধান কমিটি, উপকমিটি, পুরষ্কার, খেলার গ্রুপিং এর সিদ্ধান্ত।

সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.