পুরো ক্রিকেট বিশ্বেই মাশরাফি সম্মানের পাত্র: ম্যাককালাম

0

খেলাধুলা,সিটিনিউজ :: গত দুই-আড়াই বছরে তাঁর নেতৃত্বে দারুণ কিছু সাফল্য ঘরে তুলেছে বাংলাদেশ। তাই মাশরাফি বিন মুর্তজাকে বলা হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক। তা ছাড়া ব্যক্তি মাশরাফিও অন্য সবার চেয়ে আলাদা। সুখে-দুঃখে খেলোয়াড়দের পাশে থাকেন বলে সবার কাছে একটা সম্মানীয় জায়গাও তৈরি করে ফেলেছেন তিনি।

এখন নতুন করে শোনা গেল, পুরো ক্রিকেট বিশ্বেই নাকি মাশরাফি সম্মানের পাত্র। কথাটা বলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সে নাম লেখানো ব্রেন্ডন ম্যাককালাম।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে মাশরাফির প্রশংসা গেয়ে ম্যাককালাম বলেন, ‘আমরা একসঙ্গে খেলেছি কলকাতা নাইট রাইডার্সে। ওর সঙ্গে আমার সম্পর্ক দারুণ। গতকাল মাঠে এসে ওকে দেখে খুব ভালো লেগেছে। মধ্য তিরিশেও দারুণ ফিট। অনেক কিছু অর্জন করেছে ক্যারিয়ারে। শুধু এখানে নয়, পুরো ক্রিকেট বিশ্বের সবাই মাশরাফিকে সম্মান করে। ওর নেতৃত্বে খেলতে আমি সত্যিই মুখিয়ে আছি।‘

এদিকে ম্যাককালামের সাথে রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচে শনিবার মাঠে নামবেন ক্রিস গেইলও। বিশ্বের সবচেয়ে স্পেশালিষ্ট দুই টি-২০ ওপেনারকে পেয়ে ধুঁকতে থাকা রংপুর পারছে বাড়তি সাহস।

ম্যাককালাম জানালেন, গেইলের সাথে মাঠের বাইরেও তার দারুণ জমে- ‘মাঠের বাইরে আমাদের জমে দারুণ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসঙ্গে খেলেছি দুজন, এখান থেকে কলকাতা খুব দূরে নয়। আবার ওর সঙ্গে জুটি বাধার সুযোগ দারুণ ব্যাপার।’

ম্যাককালাম জানান, ব্যাট করতে নেমে গেইলকে স্ট্রাইক দিয়ে তিনি দেখবেন গেইলের ছক্কা হাঁকানো!

ম্যাককালাম বলেন, ‘টি-টোয়েন্টিতে ক্রিস বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। ওর সঙ্গে ব্যাটিং উদ্বোধন করা হবে দারুণ কিছু। আমি ওকে শুধু স্ট্রাইক দেব আর দেখব ছক্কা মারতে!’

বিপিএলে এবারই প্রথম খেলছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা এই ব্যাটসম্যান। জানালেন, রংপুরের জার্সি গায়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি, ‘খুব ভালো লাগছে। বিপিএল তো অনেক দিন ধরেই চলছে। আমার প্রথমবার। আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেকের কাছ থেকেই অনেক ভালো ভালো কথা শুনেছি বিপিএল নিয়ে। রংপুর রাইডার্সের হয়ে নিজের সেরাটা দিতে আমি মুখিয়ে আছি।’

ম্যাককালাম আরও বলেন, ‘তিন ম্যাচে মাত্র একটিতে জিতেছি আমরা। তবে এটি অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা স্থির থাকি, আতঙ্কিত না হই। আমাদের সাপোর্ট স্টাফ খুবই স্থির, অধিনায়কও ঠাণ্ডা মেজাজের। আমাদের দলটাও দারুণ। আমি নিশ্চিত, পরস্পরের সঙ্গে যখন মানিয়ে নেব আমরা, তখন আমরা ভালো করব। অবশ্যই এই টুর্নামেন্টে আরও অনেক ভালো দল আছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা ভালো খেলি।’

বিপিএলে এবার রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন ম্যাককালাম। দলের  সাফল্যেও আশাবাদী এই কিউই ক্রিকেটার বলেন, ‘আমাদের এই দলটি বেশ ভারসাম্যপূর্ণ। আমাদের অধিনায়কও ঠান্ডা মেজাজের। তাই আমার বিশ্বাস, এই দল নিয়ে সাফল্য পাওয়া অসম্ভব নয়। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলেই কেবল সম্ভব হবে সাফল্য পাওয়া।’

মাশরাফির অধিনায়কত্বে গত দুই-আড়াই বছরে, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে দারুণ কিছু সাফল্য ঘরে তুলেছে। ২০১৫ সালে ঘরের মাঠে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজের দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছিল। তা ছাড়া বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে এবং চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছিল তাঁর অধিনায়কত্বে। দলকে এই সাফল্য এনে দিয়ে অনন্য উচ্চতায় উঠে যান নড়াইল এক্সপ্রেস।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.