ফটিকছড়িতে অগ্নিকান্ডে সাত বসতঘর পুড়ে ছাই

0

এইচ.এম.সাইফুদ্দীন: ফটিকছড়ি উপজেলায় ভয়াবহ এক অগ্নিকান্ডে সাত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত (১৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব-ধর্মপুর গ্রামের সালেহ আহম্মদ সারাং বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটায় ওই গ্রামের আবছারের ঘরের পাশে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে এলাকাবাসি ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। ততক্ষণে পাশ্বর্তি মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ আবছার, গোলাপুর রহমান, মুহাম্মদ ইসমাইল, জেবল হোসেন, ফরিদুল আলম ও মুহাম্মদ শাহ আলমের পাকা, আধাপাকা, মাটির বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ আবদুল কাইয়ুম।
তিনি জানান, ‘এতে প্রাথমিকভাবে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দমকল বাহিনীর সদস্যদের নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। ক্ষতিগ্রস্থদের ত্রান প্রদানের ব্যবস্থা করছি।’
অগ্নিকান্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী রাউজান উপজেলার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন।
রাউজান দমকল বাহিনীর ষ্টেশন কর্মকর্তা (এসও) মুহাম্মদ আবু জাফর জানান, ‘ঘটনাস্থলে পৌছে আমরা অন্তত ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.