ফটিকছড়িতে ড. মাহমুদ হাসানের গণসংবর্ধণা

0

চট্টগ্রাম অফিস : মালয়েশিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহমুদ হাসান চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ফটিকছড়ি নিজগ্রামের জনগণের উদ্যোগে বীরোচিত গণসংবর্ধণা, কৃতী শিক্ষার্থী সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার (২৭ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবসায়ী আজম উদ্দীন মাহমুদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন, নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি বাবু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সোলায়মান চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা মহিলালীগের সভানেত্রী রাজিয়া মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান প্রমুখ।

বক্তব্য রাখেন, কামাল পাশা, আমান উল্লাহ্ মেম্বার, সৈয়দ আব্দুল মান্নান, আখতার উদ্দীন মাহমুদ পারভেছ, ইউনুস মিয়া, মু. দৌলত শওকত, ইব্রাহীম সবুজ, মু. সোলেমান, আইয়ূব আলী, সৈয়দ রেজা, জিয়াউল হক মামুন, বাবর আলী, মাওলানা মহিউদ্দীন, রন্জু, সেলিম, আ ম হেদায়েত হোসেন, নুরুদ্দীন, আহমেদ এরশাদ খোকন, এমরান ফারহাদ, নাছির উদ্দীন, শওকত হোসেন করিম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন জিসান ও পারভেছ। পরে, কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। সভায় সংবর্ধিত প্রধান অতিথি ড. মাহমুদ হাসান বলেন, প্রত্যান্তাঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছে। শেখ হাসিনার শ্রম বৃথা যেতে দেবো না। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.