বাঁশখালীর ঋষিধামে ঊনবিংশতম ঋষিকুম্ভ মেলার উদ্বোধন

0

বাঁশখালী প্রতিনিধি::বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশের একমাত্র ঋষিকুম্ভ মেলা বাঁশখালীর ঋষিধামে আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে

রোববার (৫ ফেব্রুয়ারি) ৮ দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে এই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি এবং ঋষিধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন, শ্রী গুরু সংঘের সভাপতি বিশিষ্ট শিল্পপতি লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ, কুম্ভমেলা উদ্যাপন পরিষদের আহবায়ক ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, মহাসচিব এডভোকেট অনুপম বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, আওয়ামীলীগ নেতা এডভোকেট আনম শাহাদত আলম, উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরীফি, কুম্ভমেলা উদ্যাপন পরিষদের কর্মকর্তা অলক দাশ, তড়িৎ গুহ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও মহাশোভাযাত্রার আহবায়ক প্রদীপ গুহ, রাজীব দাশ, ঝুন্টু দাশ, নান্টু দেব, শংকর প্রসাদ দাশ, বাবলা কুমার দেব, পূজা উদ্যাপন পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক সৈকত আচার্য্যসহ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার পরপরই লোকশিল্পী মানস কুমার পালের নেতৃত্বে একঝাক উদীয়মান শিল্পী দিনব্যাপী ধর্মীয় ও দেশীত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন।

এদিকে সোমবার (৬ ফেব্রুয়ারী) ভোরে মঙ্গল আরতি ও জয়গানে মঙ্গল আহবান, ঋষিধ্বজা উত্তোলন, বেদমন্ত্র পাঠ, ১০৮ দীপম-িত মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শ্রী শ্রী গুরু মহারাজের পূজা, তৈজস সামগ্রী সহকারে ভার গৃহের শুভ উদ্বোধন, দশমহাবিদ্যা পূজা, মহাপ্রসাদ বিতরণ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও ধর্মীয় সঙ্গীতাঞ্জলি, সাধু ভা-ারা ও মাতৃসম্মেলন এরপর মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.