মিয়ানমার নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত

0

নিজস্ব প্রতিনিধি,উখিয়া :: গত ২৫ আগস্টের পর থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত ৬ লাখ ২৬ হাজার ৫ শত মিয়ানমার নাগরিক অবস্থান নিয়েছে। এসব নাগরিকদের সরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

স্বাস্থ্যসেবা প্রদানের জন্য উখিয়ায় ২৭ টি মেডিকেল টিম কাজ করছে। এর মধ্যে সরকারি ১০ টি, আইওএম এর ৫ টি, গণস্বাস্থ্য কেন্দ্র এর ৪ টি, হোপ ফাউন্ডেশনের ১ টি, রেডক্রিসেন্ট এর ২ টি, কোস্ট ট্রাস্ট এর ১ টি, ঢাকা কমিউনিটি ক্লিনিকের ১ টি, টঘঐঈজ-এর ২ টি, গঝঋ- এর ১ টি টিম স্বাস্থ্যসেবা প্রদান করছে।

স্বাস্থ্যসেবা প্রদানের জন্য টেকনাফে ১৪ টি মেডিকেল টিম কাজ করছে। এর মধ্যে সরকারি ৬ টি, রেডক্রিসেন্ট এর ১ টি, টঘঐঈজ-এর ১ টি টিম স্বাস্থ্যসেবা প্রদান করছে। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক ৯ টি মেডিকেল টিম পরিচালিত হচ্ছে।

অনুপ্রবেশকারী এসব মিয়ানমার নাগরিকদের পরিবার পরিকল্পনা সেবাও প্রদান করা হচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিচালিত টিমসমূহ এ পর্যন্ত ৮ হাজার ৪ শত ২০ জনকে গর্ভবর্তী সেবা, ৪ শত ৬১ জনকে প্রসব সেবা, ২ হাজার ২৯ জনকে প্রসব পরবর্তী সেবা, ১৩ হাজার ৫৯ জনকে শিশু সেবা, ৬ হাজার ৩ শত ৪৯ জনকে প্রজনন স্বাস্থ্য সেবা, ৩০ হাজার ৭ শত ৭ জনকে সাধারণ রোগী সেবা প্রদান করেছে। এ পর্যন্ত ৮ শত ৩৮ টি ডেলিভারী হয়েছে। অস্থায়ী পরিবার পরিকল্পনা সেবাসমূহ চলমান রয়েছে। ১ শত জন চধরফ চববৎ ঠড়ষঁহঃববৎ কাউন্সিলিং কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

বিভাগীয় সেবা প্রদানের লক্ষ্যে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.