মুক্তিযোদ্ধা কোটার শূন্য পদে নিয়োগ পাবেন মেধাবীরা

0

সিটিনিউজ ডেস্ক::মেধা তালিকায় শীর্ষে থাকা সাধারণ প্রার্থীদের মধ্য থেকে মুক্তিযোদ্ধা কোটার শূন্য পদগুলো পূরণ করা হবে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাবী প্রার্থীরা এ সুযোগ পাবেন।

সোমবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন পদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায় না। পদ শূন্য থাকে। ফলে যোগ্য প্রার্থীর অভাবে ওই পদগুলো আর পূরণ হয় না।

তিনি বলেন, ওই অপূরণ থাকা পদগুলো মেধা তালিকায় শীর্ষে থাকা সাধারণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। মন্ত্রিসভা এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে বলে তিনি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.