যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পালিয়েছে ২২ শরণার্থী

0
আন্তর্জাতিক ডেস্ক::চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে অন্তত ২২ শরণার্থী কানাডায় পালিয়েছে। মানিটোবা প্রদেশের সীমান্ত পার হয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে তারা কানাডায় পৌঁছেছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।
এমারসন নগরীর স্থানীয় কর্মকর্তা গ্রেগ জাঞ্জেন বলেন, শনিবার ও রোববার পায়ে হেঁটে ২২ জন সীমান্ত পার হয়ে কানাডায় প্রবেশ করেছে। এদের অধিকাংশই আফ্রিকা থেকে এসেছে। শুক্রবার আরো আট শরণার্থী কানাডায় প্রবেশ করে।
এমারসন উইনিপেগ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে ও মার্কিন অঙ্গরাজ্য নর্থ ডাকোটা ও মিনেসোটার কাছে অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার পর থেকে এমারসনে বিপুল সংখ্যক রাজনৈতিক আশ্রয়প্রার্থী প্রবেশ করছে।
ট্রাম্প জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণে করেই সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিক ও সব ধরনের শরণার্থীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। একটি দ্বিপাক্ষিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা সাধারণত কানাডার সীমান্ত দিয়ে ফিরে যায়।
তবে অবৈধভাবে যারা সীমান্ত পার হয় তারা এই চুক্তির আওতায় পড়ে না। বাসস
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.