রাঙামাটিতে সনাতনী সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি:: রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতনী সম্প্রদায়ের বেশ কয়েকেটি সংগঠন।

মঙ্গলবার সকালে শহরের পৌরসভা চত্ত্বর থেকে সনাতনী যুব পরিষদ ও জাগো হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে রাঙামাটি শহর সনাতন যুব পরিষদের সভাপতি উজ্জ্বল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে, সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য, জেলা সনাতন যুব পরিষদের সভাপতি জগন্নাথ ভদ্র, রাঙামাটি জেলা পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী, সেলুন মালিক সমিতির সাধারণ সম্পাদক অজিত শীল, জেলা জাগো হিন্দু পরিষদের সভাপতি দেবু চক্রবর্তী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন শহর সনাতনী যুব পরিষদের সাধারণ সম্পাদক দেবাশিষ পালিত রাজন।

এসময় বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা চলছে। পূর্বের হামলা, নির্যাতনের বিচার না হওয়ায় সারাদেশে আজ বিচারহীনতার সংষ্কৃতি প্রতিষ্ঠা পাচ্ছে। এসময় বক্তারা রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জোর দাবি জানান।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.