রাঙ্গুনিয়ায় কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

চট্টগ্রাম : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরের খীল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক ওয়াকিল আহাম্মদকে (৬৫)কুপিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী মমতাজ বেগম।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে সরফভাটার পাহাড়ি এলাকায় গতকাল (মঙ্গলবার) বৃদ্ধ কৃষককে হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

তিনি থানার বাইরে আছেন জানিয়ে ওসি বলেন, ‘থানার বাইরে থাকায় কয়জনকে আসামী করে মামলা করা হয়েছে তা বলা যাচ্ছেনা।’

প্রসঙ্গত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জমিতে কাজ করতে গেলে ওয়াকিল আহাম্মদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার ছেলেকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.