রোহিঙ্গা নিপীড়নের প্রতিবাদে আন্জুমানের মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ :: আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতি (সূফীজ) এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান ইমাম, হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ম.জি.আ.)’র নির্দেশে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের ডাইরেক্টর আল্হাজ্ব মোহাম্মদ ইকবাল রিসালপুরী।

তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তায় হুমকি থাকা সত্বেও রোহিঙ্গা শরণার্থীদেরকে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে। শুধু তাই নয়; রোহিঙ্গাদের এ দুঃসময়ে সরকারের পাশাপাশি এ দেশের মানুষ সাধ্যানুযায়ী ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে।

নতুন পুরানো প্রায় দশ লক্ষ রোহিঙ্গা শরণার্থীর বোঝা বহন বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। অতিদ্রুত রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে ফেরত নিতে মিয়ানমার সরকারের উপর অর্থনৈতিক অবরোধসহ কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান তিনি।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের লেডি হিটলার অং সান সু চির সরকার কর্তৃক রাখাইন রাজ্যে রোহিঙ্গা জাতি গোষ্ঠির উপর নির্মম অত্যাচার ও নির্যাতনের ভয়াবহতা দেখে বিশ্ব বিবেক স্তব্ধ।

সমগ্র বিশ্ব এর প্রতিবাদে সোচ্চার ও তীব্র ধিক্কার জানালেও অং সান সু চির সরকার কোন কিছুরই পরোয়া করছে না। বরং গণহত্যাকে অস্বীকার করে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নির্যাতনের মাত্রা আরো তীব্র করে চলেছে।

সংখ্যালঘু মানুষের উপর নির্মম নির্যাতন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজের ফলে রাখাইন রাজ্যে আজ মানবতা নির্যাতিত ও নির্বাসিত।

এ দুঃসহ অবস্থা থেকে রোহিঙ্গা মুসলমানকে রক্ষায় অবিলম্বে রাখাইনকে নিরাপদ এলাকা ঘোষণা করে জাতিসংঘ কর্তৃক শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে।

হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে অং সান সু চির বিচার দাবি করেন বক্তারা।

মানববন্ধনে চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, খাদেম আল্হাজ্ব সালাহ উদ্দীন, আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি আল্হাজ্ব কবীর চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা আল্হাজ্ব বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোজাহের আলম, উত্তর জেলা আহবায়ক খলিফা আবদুল হামিদ, আমতল ছিদ্দিকীয়া মইনীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার আল্হাজ্ব মাওলানা বাকের আনসারী, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্রাসার সুপার মাওলানা নঈম উদ্দীন, মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম জেলা আহ্বায়ক আব্দুল ওয়াদুদ রিপন, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন রুবেল, এইচ এম মাকসুদুর রহমান, খলিফা মোহাম্মদ তকদির হোসেন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.