শঙ্খ নদী থেকে বালু উত্তোলন : এলাকায় উত্তেজনা বিরাজ

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আওয়ামীলীগের দুই নেতা শঙ্খনদ থেকে ড্রেজার দিয়ে বালু তুলছেন। এতে করে শঙ্খ নদীতে ভাঙ্গন বাড়ার আশংকায় আছেন স্থানীয়রা। উপজেলার রায়পুর ইউনিয়নে এ ঘটনা ঘটছে। বর্তমানে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুর এলাকায় দুটি ড্রেজার দিয়ে বালু তুলছেন ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন শরীফ। তাঁরা ড্রেজার দিয়ে বালু তোলায় নদীর ভাঙ্গন তীব্র হওয়ার আশংকায় আছেন এলাকাবাসী।

নদীতে ডেজ্রার দিয়ে বালু তোলা হলেও স্থানীয় চেয়ারম্যান জানে আলম ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন শরীফ আওয়ামীলীগের নেতা হওয়ায় ভয়ে কেউ কিছু বলছেনা। তবে, বালু তোলা নিয়ে দুপক্ষে উত্তেজনা বিরাজ করছে।

গত শুক্রবার(২০ জানুয়ারী) সরেজমিন রায়পুরে গিয়ে দেখা যায়, সরেঙ্গা এলাকায় একটি ও ফকিরহাট এলাকায় অপর একটি ড্রেজার দিয়ে বালু খালাস করা হচ্ছে। বালুগুলো শঙ্খ নদী থেকে তোলা হয়েছে।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন শরীফ জানান, আমি ব্যবসা করছিনা, বালু তুলে পারিবারিক কবরস্থান ভরাচ্ছি।
জানতে চাইলে চেয়ারম্যান জানে আলম বলেন, নদীতে একটি চর জেগেছে, তাই এলাকা ভাঙ্গছে। এটি রোধে প্রশাসনকে বলে বালু তোলার কাজটি করছে এলাকার লোকজন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.