শিশু আইমানের মৃত্যু রহস্যের জট খোলেনি

0

বোয়ালখালী প্রতিনিধি:: বোয়ালখালীতে ৫ বছর বয়সী শিশু আইমানের মরদেহ উদ্ধারের ৫দিন পেড়িয়ে গেলেও রহস্যের জট খোলেনি এখনো। প্রাথমিকভাবে পুলিশ আইমানকে হত্যা করা হয়েছে ধারণা করলেও কাউকে আটক করেনি।

গত বৃহস্পতিবার(৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে আইমান হক কায়েপ ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি দাবি করে পরদিন শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরী করেন আইমানের চাচাতো ভাই মো. শওকত হোসাইন।

নিখোঁজের দুইদিন পর শনিবার (১১নভেম্বর) বাড়ির রান্নাঘরেই আইমানের লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রবিবার (১২ নভেম্বর) মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

নিহত আইমান বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী দরপপাড়া বদরুছ মেহের চেয়ারম্যান বাড়ীর এজাহারুল হকের ছেলে।

আইমানকে জ্বীনে মেরে রান্না ঘরে রেখে গেছে বলে দাবি করে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানায় পুলিশ।

তবে ঘটনার আলামত ও সম্ভাব্য তথ্য উপাত্তকে সামনে রেখে তদন্ত চলছে জানিয়ে থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ময়না তদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.