সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীকে দেখতে গেলেন নগর বিএনপি

0

সিটিনিউজ ডেস্ক :  সন্ত্রাসী হামলায় আহত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিক, সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, সহ-প্রকাশনা সম্পাদক আবদুল হাই, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসররু মাহামুদ চৌধুরীর একান্ত সচিব মো. সেলিম, বিএনপি নেতা নুর উদ্দিন সোহেল, নগর যুবদল নেতা মো. এরশাদ হোসেন, মো. হাসান, ছাত্রদল নেতা সিহাব খালেদ মুন্না প্রমুখ।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, যারা সংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা করেছে তারা এদেশের গণতন্ত্র, আইনের শাসন, স্বাধীন গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী নয়। এটি গণতন্ত্র, মুক্তচিন্তা ও স্বাধীন গণমাধ্যমের জন্য অসনি সংকেত বটে। এ ধরণের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় সমগ্র সাংবাদিক সমাজের জন্য হুমকি স্বরূপ। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচায্যের উপর সন্ত্রাসী হামলা ও হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.