সাগর-রুনি হত্যা মামলা দ্রুত আলোর মুখ দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত আলোর মুখ দেখবে। হত্যাকাণ্ডে র‌্যাব দুজনের ডিএনএ’র অস্তিত্ব পেয়েছিল। সেইগুলো বিভিন্ন জায়গায় ম্যাচিং করার চেষ্টা চলছে। শনিবার দুপুরে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনা রেঞ্জের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-মাদারীপুর আসনের সংরক্ষিত সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময় খুলনা রেঞ্জের ১০ জেলার সব পুলিশ সদস্য একদিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক বিভাগীয় কমিশনার আবদুস সামাদের কাছে হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই টাকা ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে ব্যবহার হবে।

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতের নির্দেশনা অনুযায়ী ২১ মার্চ পরবর্তী তারিখ ধার্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী চেষ্টা চলছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনা রেঞ্জের ১০ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম পিপিএম, র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.