সীতাকুণ্ডে ফায়ার সার্ভিসের তিন দিনব্যাপী ভলান্টিয়ার প্রশিক্ষণ শুরু

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সারা দেশের ন্যায় সীতাকুণ্ডে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স শুরু হয়েছে। শুক্রবার  সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে করণীয় শীর্ষক স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেয়া হবে।
উক্ত ট্রেনিংয়ের আয়োজন করে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ৩০টির অধিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবদুল্লাহ হারুন পাশা।
উক্ত ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন ছাত্র এবং কুমিরা গার্লস কলেজের ১৫ জন ছাত্রী অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে টি-শার্ট দেওয়া হয়।
এছাড়াও ট্রেনিং শেষে পরীক্ষা গ্রহণ করা হবে। এই পরীক্ষায় সফলভাবে প্রশিক্ষণের জন্য প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে বলে জানানো হয়।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.