সুযোগ পেলে সামর্থ্যের সেরাটা দিয়ে খেলব: মুমিনুল

0

স্পোর্টস ডেস্ক :: সময়টা তাঁর খুব একটা ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরেই রান-খরায় মুমিনুল হক।

নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা সফরে একটি ম্যাচেও খুব একটা সাফল্য পাননি তিনি।

তাই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের আগে আলোচনায় এই অভিজ্ঞ ব্যাটসম্যান। স্মিথদের বিপক্ষে কেমন করতে পারেন তিনি।

অবশ্য চট্টগ্রামে একমাত্র প্রস্তুতি ম্যাচে মুমিনুলের ব্যাট হেসেছিল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সে ম্যাচে ৭৩ রানের দারুণ একটি ইনিংস খেলে পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাই হয়তো আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে।

কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দলে সুযোগ পাবেন কি না, তা নিয়ে ভাবছেন না তিনি।

আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘আমি সেভাবে চিন্তা করিনি। অনুশীলন করছি। নিজের কাজটা করে যাচ্ছি।

দলে সুযোগ পাব কি না, খেলতে পারব কি না—তা নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাববে। আমি চেষ্টা করছি। সুযোগ পেলে নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলব।’

তবে নিজের সাম্প্রতিক ফর্ম যে ভালো যাচ্ছে না সেটা স্বীকার করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান, ‘পারফরম্যান্সের গ্রাফটা সব সময় সমানতালে যায় না।

বিশ্বের বড় বড় ব্যাটসম্যানেরও এমনটা হতে পারে। সেটা কাটিয়ে উঠতে পারাটাই বড় চ্যালেঞ্জ। আমার বিশ্বাস তা কাটিয়ে উঠতে পারব।’

আসলেও তাই, মুমিনুলের পাফরম্যান্সের গ্রাফটা নিম্নমুখী।

২০১৩ সালে টেস্ট অভিষেকের দারুণ খেলছিলেন তিনি, প্রথম সাত টেস্টে করেন তিনটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি।

পরের ১২ টেস্টে সেঞ্চুরি ছিল চারটি। কিন্তু সর্বশেষ ১০ টেস্টে নেই কোনো সেঞ্চুরি, নেই একটি হাফ সেঞ্চুরিও।

যে কারণে গত শ্রীলঙ্কা সফরের শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছিলেন। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন করেন সেটাই এখন দেখার।

সবকিছু ঠিক থাকলে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ১৮ আগস্ট।

সফরে ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি।

এরপর ২৭-৩১‌ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.