সু চিকে ‘শেষ সুযোগ’ দেয়া হচ্ছে: জাতিসংঘ

0

সিটিনিউজ ডেস্ক :: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সু চিকে ‘শেষ সুযোগ’ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস।

রবিবার (১৭ সেপ্টেম্বর) তিনি বিবিসিকে বলেন, এ সুযোগটি কাজে না লাগাতে পারলে চরম মূল্য দিতে হবে মিয়ানমারকে।

এর আগে দেশটির রাখাইন রাজ্যে সেনাবাহিনীর চালানো অপারেশনকে ‘জাতিগত নির্মূলের সর্বোচ্চ উদাহরণ’ হিসেবে ঘোষণা করা হয়।

যদিও মিয়ানমার সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, রাখাইনে শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনের মাধ্যমে শান্তি ফেরানোর জন্য কাজ করা হচ্ছে।

সরকারের দাবি, রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশি চৌকিতে গত ২৫ আগস্ট রাতে সন্ত্রাসী হামলা হয়। এর জেরে সেখানে নতুন করে সহিংস সেনা অভিযান শুরু হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে গেলো কয়েক সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে এর সংখ্যা ১০ লাখের বেশি ছাড়িয়ে দিতে হবে।

এ ইস্যুতে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে জাতিসংঘের মহাসচিব গুতারেস জানান, মঙ্গলবার জাতীর উদ্দেশে সু চি’র টেলিভিশন ভাষণ দেয়ার আগে এই নির্মম নির্যাতন বন্ধ করতে হবে।

তিনি বলেন, সু চি যদি সমাধানে না আসেন তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

রোহিঙ্গাদের এখনি বাড়িতে ফেরানো ব্যবস্থা করা উচিৎ বলে যোগ করেন মহাসচিব।

রোহিঙ্গাদের নির্যাতনের কারণে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অং সাং সু চি বিশ্বজুড়ে সমালোচনায় পড়েছেন। এমনকি জাতিসংঘে চলমান সাধারণ অধিবেশনেও যোগ দিচ্ছেন না তিনি।

সুত্র-বিবিসি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.