সাহিত্য মননশীলতা বিকাশে উৎসাহ ও প্রেরণা যোগায়

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সোমবারের সাহিত্য সন্ধ্যা ২৮মে বিকেলে ৫টায় মোজাহের ভবনস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শিক্ষাবিদ অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দীন।

তিনি বলেন, নজরুল আমাদের চেতনার জাগরণ আর মানবতার মূর্ত প্রতীক। নজরুলের লেখনিতে আজও আমরা অন্ধকারের মাঝে আলোর ঠিকানা খুঁজে পাই। নজরুল আমাদেরকে অসা¤প্রাদায়িক চেতনার মানুষ হওয়ার পথ দেখিয়েছেন। শোষিত, বঞ্চিত ও নিষ্পেষিত মানুষের পক্ষে থাকাটাই একজন মানুষের মুল দায়িত্ব যে কথাটি নজরুল আমাদেরকে অনেক আগেই তার লেখনিতে তুলে ধরেছেন। কবি নজরুল একজন মানবতাবাদী চির দ্রোহ ও চির সাম্যের কবি হিসেবে আমাদেরকে জাগরণের বার্তা দেয়।

বক্তারা বলেন, অন্যদিকে অধ্যাপক আসহাব উদ্দীন একজন আপদমস্তক গুণী রাজনীতিবিদ হিসেবে আজীবন স্বদেশের কথা, মানুষের কথা বলে গেছেন। অধ্যাপক আসহাব উদ্দীন বাঁশখালী কলেজ, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য সাধারণ মানুষের রাজনীতি করেছেন। গ্রামের খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরেছেন অধ্যাপক আসহাব উদ্দীন।

তিনি শুধু শিক্ষকতা ও রাজনীতিবিদ নয় একজন বহুগুণে গুণান্বিত মানুষ হিসেবে অধ্যাপক আসহাব উদ্দীন বাদলের ধারা ঝরে ঝর ঝর, জান ও মান, সের এক আনা মাত্র, বন্দে ভোটারাম, দাম শাসন, ঘুষ, অধ্যাপক আসহাব উদ্দীন রচনা সমগ্র প্রভৃতি বই রচনা করে অধ্যাপক আসহাব উদ্দীন আমাদেরকে অনেক অজানা তথ্য ও জ্ঞানভা-ারে সমৃদ্ধ করতে সহায়তা করেছেন।

অধ্যাপক আসহাব উদ্দীন একজন প-িত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ হিসেবে আমাদেরকে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয়। সভায় কবিতা আবৃত্তি করেন নাট্যজন সজল চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, স্বরচিত কবিতা পাঠ করেন কবি সজল দাশ, অজিত কুমার শীল, জামাল উদ্দীন। গান পরিবেশন করেন রুমকি সেন গুপ্ত। উল্লেখ্য এ সাহিত্য আড্ডা প্রতি সোমবার অনুষ্ঠিত হবে।

এতে সংবর্ধিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মিলন কান্তি শর্মা, ন্যাপ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোস্তাক আহমদ ভাসানী, ফুলকলির মহাব্যবস্থাপক এম,এ,সবুর, অজিত কুমার শীল, মানিক চৌধুরীর সুযোগ্য সন্তান দীপংকর চৌধুরী কাজল, নাট্যজন ও সাংবাদিক সজল চৌধুরী অধ্যাপক শ্রী রুপন ধর, সাবেকমন্ত্রী জহুর আহমদ চৌধুরীর সন্তান শরফুদ্দীন চৌধুরী রাজু, ইতিহাস গবেষক সোহেল মোঃ ফখরুদ্দীন, উপন্যাসিক দুলাল মল্লিক, রাজনীতিবিদ স্বপন সেন, জসিম উদ্দীন চৌধুরী, সংগঠক শওকত আলী সেলিম, ভাস্কর ডি কে দাশ মামুন,লায়ন দিদারুল আলম, ডাঃ জামাল উদ্দীন, শারদাঞ্জলী ফোরামের উপদেষ্টা শ্রী হরিপদ দাশ, শ্রী বাসুদেব চৌধুরী, নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, রুমকি সেনগুপ্তা, সোমিয়া সালাম, সীমা রানী দেব, রিংকু ভট্টাচার্য, ঝর্ণা নন্দী, কবি সজল দাশ, দক্ষিণজেলা কৃষকলীগনেতা আবুল হোসেন শুভ, সাবেক ছাত্রনেতা নুরুল হুদা চৌধুরী, সালাউদ্দীন লিটন গীতিকার নাসির হোসাইন জীবন, সংগঠক কামাল হোসেন, অমর নাথ দে, রাজীব সরকার, ডাঃ শ্যামল সেন, মিটন মহাজন, প্রতিবন্ধী ক্রিকেটার আবদুল আহাদ খান, রাজীব সরকার, লায়ন মানিক নাথ, ভুপন কুমার নাথ, কামরুল আলম মিন্টু, সুমন চৌধুরী তানিয়া সুলতানা, মোঃ আনিসুর রহমান, হরিদাশ, রাহুল চন্দ্র নাথ, রাজীব সিংহ, রতন ঘোষ প্রমুখ। এবারের সাহিত্য আড্ডায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর রাজনীতিবিদ আসহাব উদ্দীন জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয়।

সভাশেষে সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সদস্য মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.