পলোগ্রাউন্ড স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল। সোমবার ২৯ জানুয়ারি বিদ্যালয়ের নতুন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবছারের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. জানে আলমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মো. দিদারুল আলম।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রবীন কুমার ঘোষ, মো. সাহাবুদ্দিন। মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ খালেদ, মো. মেছবাহুল হক, শিক্ষক মীর মো. আব্দুল মোন্এম, কাঞ্চন কান্তি মহাজন, সীমা ভট্টাচার্য, রফরফে নূর সিদ্দিকা, এসএম রোরহান উদ্দিন, তনি সেন, তসলিমা আলম প্রমুখ । আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন শিক্ষক এসএম বোরহান উদ্দিন।

বক্তারা বলেন, শিক্ষা সকল উন্নয়নের চাবিকাঠি। শিক্ষা ব্যতীত জাতির উন্নয়ন অসম্ভব। শিক্ষা অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে বিদ্যালয়। দেশের শিক্ষা সম্প্রসারণ, সংস্কৃতিচর্চা, মুক্ত চিন্তা এবং আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে এই বিদ্যালয়ের অবদান স্মরণযোগ্য। মানবিক চেতনার ঐতিহ্য সংরক্ষণে শিক্ষার কোনো বিকল্প নেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.