বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহানগর শাখার উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

0

প্রেস বিজ্ঞপ্তি  :  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল ২৮/০৯/২০১৫ইং সোমবার সন্ধ্যা ৬টায় খুলশী ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জোটের সহ-সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিকের সভাপতিত্বে ও শাহরিয়ার হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন- ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংস্কৃতিক সংগঠক বাবু অনুপ বিশ্বাস, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, জোটের উপদেষ্টা ও বাংলাদেশ কৃষকলীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, যুবলীগ নেতা লিটন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু, সুজাউদ্দিন বাবু।

এতে আরো বক্তব্য রাখেন- জোটের সহ সভাপতি ফাতেমা আক্তার, মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন রিপন, মহসিন ভূঁইয়া, ডাঃ আর.কে. রুবেল, মিজানুর রহমান, এম.এ হান্নান, সাজ্জাদ মাহমুদ রাসেল, জুলফিকার আলী মুন্না, এস.এম সালাউদ্দিন সামির, সালাউদ্দিন মামুন, নুরুল আলম খান স্বপন, জামশেদ রাসেল, মোহাম্মদ মাছুম সারওয়ার, মোঃ জামাল, লোকমান ইসলাম মুন্না, মোঃ রিদোয়ান, জাকারিয়া হিমেল, আলভি ইসমাইল, ইসমাইল বিন আজিজ, ইমরান মাহমুদ, মনোয়ার আহমেদ, মোঃ নয়ন, মুরাদ হোসাইন, আব্বাস হোসাইনসহ প্রমুখ। বক্তারা বলেন- শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তাঁর মেধা, মনন এবং অভিজ্ঞতা বাংলাদেশকে নিয়ে গেছে সমৃদ্ধির পথে। বাংলাদেশকে এনে দিয়েছে নতুন ঠিকানা। বক্তারা আরো বলেন, দেশের ইতিহাসে বর্বরোচিত ও ভয়াবহ ২১শে আগষ্ট ২০০৪ গ্রেনেড হামলার দোষীদের বিচার করে শাস্তি না দিলে এ জাতির বিবেক দায়ী থাকবে। জননেত্রী শেখ হাসিনা’র ৬৯ তম জন্মবার্ষিকীতে কেক কাটার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.