মুশফিক এশিয়া কাপের সেরা দশে

0

খেলাধুলা, সিটি নিউজ :: মাহেলা জয়াবর্ধনে ও মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আট নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। বুধবার ফিফটির ইনিংস খেলে ছাড়িয়ে যান দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে।

সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় ১১ নম্বরে থেকে আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন মুশফিক। দলের বিপর্যয়ের সময় ক্রিজে এসে ইনিংস মেরামতের কাজে মন দেন। দেখেশুনে শুরুর পর ফিফটি তুলে নেন, ছাড়িয়ে যান ধোনি ও জয়াবর্ধনেকে।

অবসরে যাওয়া জয়াবর্ধনে এশিয়া কাপে ২৬ ইনিংস খেলে করেছেন ৬৭৪ রান। ধোনির রান ১৯ ইনিংসে ৬৫৪। এ দুজনকে মুশফিক টপকালেন ২৫তম ইনিংসে। এশিয়া শ্রেষ্ঠত্বের মঞ্চে মুশফিকের বর্তমান রান ৬৯১ (৬১ রানে অপরাজিত থাকা পর্যন্ত)।

তালিকার এক ও দুই নম্বরে আছেন সাবেক দুই লঙ্কান ক্রিকেটার সনাথ জয়সুরিয়া (১২২০) ও কুমার সাঙ্গাকারা (১০৭৫)। এশিয়া কাপের ইতিহাসে কেবল এ দুজনই ছুঁয়েছেন হাজার রানের মাইলফলক।

মুশির সামনে আছেন অর্জুনা রানাতুঙ্গা ৭৪১, বিরাট কোহলি ৭৬৬, রোহিত শর্মা ৮৩৫, শোয়েব মালিক ৮৭৭, শচিন টেন্ডুলকার ৯৭১।

শারজায় এশিয়া কাপের প্রথম আসর বসে ১৯৮৪ সালে। পঞ্চদশ আসর গড়াচ্ছে দুবাই ও আবু ধাবিতে। ঢাকায় গত আসরটি হয়েছিল টি-টুয়েন্টি ফরম্যাটে।

সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচে এদিন পাকিস্তানের বিপক্ষে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ১২ রান তুলতেই হারায় তিন উইকেট। সেখান থেকে মুশফিক ও মোহাম্মদ মিঠুনের অবিচ্ছিন্ন ১০১ রানের জুটিতে পথ খুঁজে পেয়েছে টাইগাররা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.