‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’র টাইটেল গান (ভিডিও)

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: কিছুদিন আগে প্রকাশ হয়েছিল ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ সিনেমার টিজার। এবার প্রকাশ হলো এর টাইটেল গান।

‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়খাইল্যা মাইয়া’ শিরোনামে কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। নিজের সুর-সংগীতে ঐশীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাফাত।

গানটির নৃত্য পরিচালনা করেছেন কলকাতার নামি কোরিওগ্রাফার ও চিত্রনির্মাতা বাবা যাদব।

ব্যাংককের চমৎকার কিছু লোকেশনে ধারণ করা হয়েছে গানটি। সেখানে চট্টগ্রাম ও নোয়াখালীর বুলিতে খুনসুটি করেন শাকিব খান ও শবনম বুবলি।

‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়খাইল্যা মাইয়া’ পরিচালনা করেছেন উত্তম আকাশ। শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান।

প্রযোজক জানান, সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। কয়েকদিন আগে ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা পড়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়খাইল্যা মাইয়া’। আশা করা হচ্ছে শিগগিরই সেন্সর সনদ হাতে পাবেন প্রযোজক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.