বায়েজিদে দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় দগ্ধ গৃহবধূ লাইলী বেগম (৩০) চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বুধবার রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে ইউনিটের চিকিৎসক এমএস খালেদ জানিয়েছেন।হাসপাতালের সহকারী অধ্যাপক এমএস খালেদ জানিয়েছেন, লাইলীর প্রায় পুরো শরীরই পুড়ে গিয়েছিল।

বুধবার লাইলীর মা রাবেয়া বেগম অভিযোগ করেছিলেন, সকালে কথা কাটাকাটির জেরে জামাতা মো. ইউসুফ তার মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তারা লাইলীকে হাসপাতালে নিয়ে যান।

লাইলীর স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে ইউসুফকে ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। তবে ইউসুফ বলছে, কয়েক মাস আগে বিয়ে করা তার দ্বিতীয় স্ত্রী লাইলী ‘আত্মহত্যার চেষ্টাতেই’ গায়ে আগুন দিয়েছেন।

বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজারের গুলশান আবাসিক এলাকার ঢেবারপাড়ায় এই দম্পতির বাসা। এ ঘটনায় লাইলীর বাবা মুসলিমুর রহমান বুধবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.