উখিয়া শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

শহিদুল ইসলাম, উখিয়া(কক্সবাজার)  :  কক্সবাজারের উখিয়া থানা পুলিশ ও সিআইডি পুলিশ যৌথ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রাসেল (২৫) কে আটক করেছেন। আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে উখিয়া, ঢাকাসহ বেশ কয়েকটি থানায় ডাকাতি, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজী ও হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। উখিয়া থানার উপ পরিদর্শক প্রবোধ দাশের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাত ৯ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী ষ্টেশনে অভিযান চালিয়ে এই সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃত সন্ত্রাসী পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের শেখ হাবিবুর রহমান ছেলে বলে পুলিশ জানিয়েছেন। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় হত্যা, অপহরণ ও ডাকাতি মামলা রয়েছে। উলে¬খ্য গত প্রায় ৫ মাস পূর্বে উখিয়া ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগকে অপরহণের ঘটনা উক্ত সন্ত্রাসী অভিযুক্ত আসামী। উক্ত মামলা অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার সিআইডি পুলিশ তাকে নিয়ে গেছে।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img