লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

সিটিনিউজবিডি : লক্ষ্মীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলাধীন লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চরচামিতা এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকের পরামর্শে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আহতরা হলেন, জেলা সদর উপজেলার আবিরনগর এলাকার মো. জুয়েল (২১), আবদুল মান্নান (২০) ও আবদুর রহিম স্বপন (৩৮)।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, ট্রাক ফেলে এর চালক পালিয়ে গেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img