সিটিনিউজবিডি : আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আজ দুপুরে লক্ষ্মীপুর অঞ্চলের তিনদিনের জেলা ইজতেমা শেষ হয়েছে।
মোনাজাতে লক্ষ্মীপুর জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দুই লক্ষাধিক মুসল্লির আমীন আমীন ধ্বনিত প্রকম্পিত হয়ে উঠে ইজতেমা মাঠ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: জুবায়ের।
এসময় দেশ ও বিশ্বের সকল মুসলমানের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ ইজতেমায় জর্দান ও ভারতের ২টি তাবলিগ জামাতও অংশ নেয়।
গত শুক্রবার শুরু হওয়া লক্ষ্মীপুর সদরের ভবনানীগঞ্জ সুধার গোপটায় তিন দিনের এ বিশ্ব ইজতেমার শেষ দিন ছিল রবিবার।