সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় বাসে তল্লাসী চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ সফিকুল রহমান (৪০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টার সময় চট্টগ্রামমূখী (চট্টমেট্টো-ক-১১-০৬৬৭) চয়েজ পরিবহণ বাসে তল্লাসী চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর বলেন, চট্টগ্রামমূখী একটি বাসে তল্লাসী চালিয়ে তিনশত বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আটক সফিকুল রহমান খাগড়াছড়ির রামগড় থানার নতুনপাড়া এলাকার মফিজুর রহমানের পুত্র।